Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

সালানপুরকে কে বলে দিলো খারাপ, রেশন ডিলারদের বৈঠক

দুয়ারে রেশন সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছাবে ?

Www.Bharattv.News, SALANPUR: মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় “দুয়ারে রেশন” প্রকল্পে মঙ্গলবার সালানপুর ব্লকে দুয়ারে রেশন প্রকল্পটির নিয়ে বৈঠক হয়। যেহেতু এটা পাইলট প্রজেক্ট সেই বিষয়ে বিশেষ নজর দিয়েছেন সালানপুর ব্লক প্রশাসন রেশন ডিলারদের নিয়ে ব্লক অফিসে বিশেষ মিটিং আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রায় ৩০জন রেশন ডিলার।

দুয়ারে রেশন সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছাবে সকলের দুয়ারে ? সেই বিষয়টিকে নিয়ে ডিলারদের বক্তব্যে হল যদি ব্লক প্রশাসন সহযোগিতা করেন তাহলে দুয়ারে রেশনের ব্যাপারটা কোন অসুবিধাজনক নয়। তাই সব ডিলারদের কাছে কি সুবিধা ও অসুবিধা সম্মুখীন হতে হবে সেই বিষয়ে এবং তার উপায় বের করা জন্য ডিলাররা নিজেদের বক্তব্য রাখেন।

রেশন ডিলার অ্যাসোসিয়েশন সেক্রেটারি দামোদর তেওয়ারি বলেন যেসকল মৃত মানুষের রেশনকার্ড ও আধার লিঙ্ক না হওয়া পযর্ন্ত বাতিল কার্ডে আমাদের রেশনের জিনিসপএ দিতে অসুবিধার সম্মুখীন হতে হয়। কিছু সমস্যা ছিল সেগুলো কাটিয়ে নিয়ে সমাধানের দিকে এগিয়েছে ব্লক প্রশাসন ও রেশন ডিলাররা। উপস্থিত ছিলেন আসানসোল সাব ডিভিশনের রেশন কন্ট্রোলার হাবিব বুল্লা ও সালানপুর রেশন ইন্সপেক্টর সমীর দাস, সালানপুর ব্লকের বিডিও অদিতি বসু এবং জয়েন্ট বিডিও অরুনাভ মন্ডল। সালানপুর ব্লক সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, ভোলা সিং, MD ARMAN আরো অনেকে।