BHARATTV.NEWS: সালানপুর: ব্লকের পঞ্চগ্রাম হরিষাডী, জেমারি,বাসুদেবপুর,রুপনারায়নপুর এবং আছড়া নিয়ে আমঝরিয়া মুক্তিধাম শ্মশান কালী পুজো ৫৫ বছরে পা দিলো. রবিবার স্মশান চত্বরে উপচে পদে ভীড়. ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্মশান কালী পুজোতে ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন । বিগত দু’বছর করণা পরিস্থিতিতে আমঝরিয়া মুক্তিধামের পুজোঅর্চনা ছাড়া কোন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান না হওয়ার কারণে, বহু অপেক্ষার পর সব মানুষেই মনে খুশির জোয়ার দেখা যায় . মাসের প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো করার পর রাতে অন্তত ৫০০জন মানুষের সেবায় খিচুড়ি সবজি,পায়েশ মিষ্টান্ন ভোগ প্রসাদের খাওয়ানো ব্যবস্থা থাকে। হরিষাডী আমঝরিয়া মুক্তি ধাম কমিটির সম্পাদক ধীরেন লো বলেন,এই শ্মশানে বিগত ৫৫ বছর ধরে পুজো চলে আসছে। শৌচাগাররের ব্যবস্থা না থাকায় মহিলাদের সমস্যায় পড়তে হয় . সামনের অংশের একটা সেডের ব্যবস্থা করা হলে বর্ষার সময় অনেকে দাহ কার্যের জন্য আসেন তাদের জলে ভেজা তাগিদে একটা টিনের সেড হলে উপকৃত হবে .সাধারণ মানুষজন ও বর্ষাকালে মাসিক আমাবস্যার রান্নার জন্য সেড না থাকাই অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং মন্দির সংলগ্ন এলাকার বেড়া দেওয়ার ব্যবস্থা হলে আগামী দিন আরও আমঝরিয়া মুক্তিধামের উন্নয়ন বাড়বে.















