Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

ভারতটিভি ডট নিউজ এর খবরের জেরে জীবন পেলো আছড়া উপস্বাস্থ্য কেন্দ্র

BHARATTV.NEWS,SALANPUR: সালানপুর ব্লকের বহু সমস্যা মধ্যে আছড়া উপস্বাস্থ‍্যকেন্দ্রে অনেকটা সমস্যা দেখা দিয়েছিল। ভারত টিভি. নিউজের সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে। স্বাস্থ‍্যকেন্দ্রে জলের সমস্যা জন্য সার্ব মার্শাল বসিয়ে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ হাতে নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আছড়া পঞ্চায়েত অন্তগর্ত উপস্বাস্থ‍্য কেন্দ্রের পানীয় জল পান করার উপযোগি না থাকার কারণে পানীয় জলের জন‍্য বোরিং করিয়ে পরিস্রত পানীয় জলের ব‍্যবস্থা করা হয় এবং উপস্বাস্থ‍্য কেন্দ্রের বিল্ডিং সহ অন্যান্য সমস্যা ও রয়েছে সেগুলো চাহিদা মেটানোর অঙ্গীকার বদ্ধ হয়েছে আছড়া গ্রাম পঞ্চায়েত । পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম তেওয়ারী জানান মৌখিক ভাবে সমস্যা কথা জানিয়েছেন কিন্তু এই সংবাদ প্রকাশ হওয়ার পর আমাদের পঞ্চায়েত তরফ থেকে সম্পূর্ণ সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা সমাধান হতে দেখে স্বাস্থ‍্যকর্মী সহ স্বাস্থ‍্য আধিকারিকরা বিশেষ আনন্দ প্রকাশ করেন।