বারাবনি : বারাবনির পানুড়িয়া পঞ্চায়েত এলাকার বাসপাহাডি বুথে সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে বুথে ডুকতে দিতে বাঁধা দেওয়া হয়।অভিযোগ তৃণমূল কংগ্রেসের উপর। অবশেষে প্রশাসনের সহযোগিতায় বুথে প্রবেশ করতে দেওয়া হলো সংযুক্ত মোর্চার এজেট গৌতম সিংহকে। বারাবনির তৃণমূল নেতা অসিত সিংহ এই অভিযোগ অস্বীকার করে বলেন যে ওই বুথটি আদিবাসী অধ্যুষিত বুথ. ওখানে বহিরাগত ২ জন বিজেপ ক্রিমিনালকে এজেন্ট করা হয়েছে। বহিরাগতদের ঢুকতে দিতে নারাজ ওখানকার মানুষ। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। অন্যদিকে এই সম্পর্কে বারাবনি বিধানসভার বিজেপি ক্যান্ডিডেট অরিজিৎ রায় বলেন আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি। ওখানে আমাদের এজেন্ট রয়েছেন। আমাদের দলের এজেন্ট ভদ্র এবং সুশৃঙ্খল।





