Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

পুলিশ কাজ করলে একটাও চোর থাকবেনা এলাকায়


BHARATTV.NEWS , সালানপুর : সালানপুর থানার রূপনারায়ানপুর ফাড়ির ইনচার্জ রাহুলদেব মন্ডলের নেতৃত্বে রূপনারায়নপুর, জেমারী সহ বিভিন্ন জায়গা থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শুক্রবার আজকে আসানসোল কোর্টে পাঠালো পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন দত্ত , মিলন নাগ,শেখ যাশিম। তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে যার মধ্যে তিনটি মোটর সাইকেল, দুটি সাইকেল ,একটি ল্যাপটপ, পনেরটি এন্ড্রোয়েড মোবাইল, দুটি টুলুপাম্প, দুটি ব্যাটারি, দুটি সোনার কানের রিং, একটি রুপোর তৈরি গণেশ, একটি ইন্ডাকসেন,একটি সিলিং ফ্যান,উদ্ধার করা হয়েছে ।