Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

পশ্চিমবঙ্গের নেশাগ্রস্ত এলাকায় চলবে নেশা নির্মূল অভিযান

BHARATTV.NEWS, SALANPUR: : সালানপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে দুর্গাপুর, বারাবনি এবং কুলটি আবগারির দপ্তরের যৌথ উদ্যোগে নামোকেশিয়া, কুন্ডলপাড়া এবং জোড়বাড়ী কুন্ডলপাড়া থেকে এক চোলাই মদ বিক্রেতাকে গ্রেপ্তার করে আবগারি পুলিশ। এই তিন অঞ্চলে বিভিন্ন জায়গাই অভিযান চালিয়ে চোলাই মদের আইডি ১৫লিটার এবং মহুল ওয়াস ১৬০লিটার এবং কিছু মদ বানানোর কাঁচামাল বিভিন্ন সামগ্রী উদ্ধার করে আবগারী পুলিশ। হেড অফিস দুর্গাপুর আবগারী সূত্রে জানা যায় আগামী দিন পশ্চিমবঙ্গের নেশাগ্রস্ত এলাকায় একেবারেই নেশা নির্মূল অভিযান চলবে।