Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য এবার সালানপুরে নেতা, আধিকারি সবাই নামলেন মাঠে

https://www.youtube.com/watch?v=DychlcpeG8o

ওম শর্মা/ মনোতোষ ভট্টাচার্য: ইতিমধ্যেই দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। এবার সেই কর্মসূচির বাংলা প্রতিটি মানুষের দোরে দোরে যাওয়ার প্রকল্প শুরু করে দিলো সালানপুর ব্লক নেতৃত্ব। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে – দুয়ারে- দুয়ারে। সালানপুরের জয়েন্ট বিডিও মিহির কুমার দাস জানান যে আমরা সমস্ত সরকারি পরিসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৎপর। শুক্রবার আছাড়া গ্রাম পঞ্চায়েত এবং সামডি পঞ্চায়েতে সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।