BHARATTV.NEWS: রূপনারায়ণপুর : রূপনারায়ণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আজ বৃহস্পতিবার সকালে একটি সাদা খয়েরি রঙের একটি সুন্দর ঘোড়া ঘুরতে দেখা যায়। ঘোড়াটিকে দেখতে মানুষ জড়ো হতে থাকে। এর পর বনদপ্তরে খবর দেওয়া হলে তারা এসে ঘোড়াটিকে নিয়ে যায় বলে খবর। বিষয়টি সালানপুর প্রাণী দপ্তরকেও জানানো হয়েছে। খবর লেখা পর্য়ন্ত ঘোড়ার মালিক সম্পর্কে জানা যায়নি যে ঘোড়াটি কার?














