BHARATTV.NEWS,ASANSOL: জেমারী-চিত্তরঞ্জন-সালানপুর ,রূপনারায়ণপুরের-আসানসোল রুটের বাস সেরাবাংলা ও সেবক বাস দুটির নিজেদের মধ্যে রেসারসির কারণে বাস বন্ধ করা হয়েছে। আসানসোলে গিয়ে নিজস্ব টাইম টেবিল নিয়ে সেবিষয়ে আসানসোলে ঝামেলা হওয়ার কারণে নিজেদের মধ্যে ঝামেলাবাদে এবং বাসটি রাত্রিবেলায় যখন ফেরত আসে আসার সময় নিউমার্কেট সংলগ্ন এলাকায় এসে বাসের স্টাফদের কে উপর চড়া হয় এবং বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ । তাই সকাল থেকে চিত্তরঞ্জন থেকে আসানসোল রুটের যাওয়ার কোন বাসেই চলাচল করেনি। সাধারণ মানুষ যারা বাসে চেপে দূর-দূরান্তে যাত্রা করেন এবং যারা রোজ কাজে যান তাদের নিত্যযাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে।







