আসানসোল ব্যুরো। সালানপুর থানা এলাকার বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আধা কিলোমিটার দূরে আমবাগান এলাকার জল সেতা ধান খেত থেকে উদ্ধার হয় ২৭ বছর বয়সী এক যুবকের দেহ। যুবকের নাম রাহুল শেখ। যার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে । ঘটনার পর থেকে এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে . গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। আমবাগান এলাকার জঙ্গল থেকে যুবকের লাল রঙের এটলাস সাইকেল উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটত না। পুলিশকে বলা হয়েছিল মোবাইলের লোকেশনের ভিত্তিতে রাহুলের খোঁজ নিতে। ঘটনার পর পুলিশের প্রায় এক ডজন গাড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসুদেবপুরের স্বামী স্ত্রী তাপস নাথ ,সান্ত্বনা নাথ, কালু ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে .






