BHARATTV.NEWS,SALANPUR: চৌরঙ্গী থেকে সালানপুর হয়ে চিত্তরঞ্জন-রুপনারায়নপুর মেন রোডের বেহাল দশা প্রতিদিন বাড়ছে . এই রাস্তায় বহু দুঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি বেহাল রাস্তা তাড়াতাড়ি তৈরী করার জন্য প্রশাসনই কাছে তারা আশাবাদী ।বর্ষার সময় রাস্তায় পারাপার করা আশঙ্কা জনক হয়ে পড়ে।ছোট যানবাহন রাস্তায় চলাচল অসম্ভব হয়ে পড়ে।






