Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

চিত্তরঞ্জন দেবাশীষ ঘটক স্মৃতি মঞ্চের ব্যবস্থাপনায় 18 তম শ্রী শ্রী শ্যামা পুজোর উদ্বোধন

চিত্তরঞ্জন :WWW.BHARATTV.NEWS: চিত্তরঞ্জন এর দেবাশীষ ঘটক স্মৃতি মঞ্চের ব্যবস্থাপনায় 18 তম শ্রী শ্রী শ্যামা পুজোর পুজো মণ্ডপ উদ্বোধন করা হলো. উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি দেবদাস সুকুল এবং প্রশান্ত বৈরাগী ,সালানপুর ব্লক সভাপতি Arman, সালানপুর পঞ্চায়েত সমিতি সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি, বিদ্যুৎ মিশ্র, জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত প্ৰধান তাপস চৌধুরী, সদস্যা অপর্ণা রায় , চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত অফিসার , চিত্তরঞ্জন ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার শ্যামল , সালানপুর ব্লকের সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের মিঠুন মন্ডল ,, Simjuri Vice Warden umesh mondal, বিশিষ্ট সমাজসেবী সত্যনারায়ণ, সৌ মন্ডল সালানপুর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সহসাধারণ সম্পাদক দেবব্রত সৌ মন্ডল এবং অন্যান্য আরো কর্মীবৃন্দ .