Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

কৃষকদের রোজগারের দিক থেকে ২৯ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ২৪ তম: জেপি নাড্ডা

একমুঠো চাল সংগ্রহ’ অভিযানের সূচনা

দুর্গাপুর : শনিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গের বর্ধমানে আসেন। সেখানে অন্নদাতাদের হাতে ফসল দিয়ে কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করলেন। একমুঠো চাল সংগ্রহ’ অভিযানের সূচনা করলেন। তিনি বলেন যে ”কৃষকদের রোজগারের দিক থেকে ২৯ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ২৪ তম, মমতা ব্যানার্জী ৪কোটি ৬৭ লক্ষ মানুষকে আয়ুষ্মান প্রকপ্ল থেকে বঞ্চিত রেখেছেন: বিজেপি যখন এখানে কৃষক সুরক্ষা অভিযান শুরু করেছে তখন মমতা ব্যানার্জীর চিঠির কোন প্রয়োজন নেই ! পশ্চিবঙ্গের মানুষ মমতা দিদির বিদায় দেবেন এবং বিজেপিকে ক্ষমতায় আনবেন বলে ঠিক করে ফেলেছে। পশ্চিমবঙ্গের এতটাই শোচনীয় অবস্থা যে শেষকৃত্যের সময়ও কাটমানি নেওয়া হয়. পশ্চিবঙ্গের মানুষ মমতা দিদির বিদায় দেবেন এবং বিজেপিকে ক্ষমতায় আনবেন বলে ঠিক করে ফেলেছে। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষকদের জন্য বাজেট ৬ গুণ বৃদ্ধি পেয়েছে , MSP-র পরিমাণ প্রায় ৫০% বৃদ্ধি করা হয়েছে।
বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কৃষকদের লড়াইয়ের ন্যায় প্রদান করবে।” বর্ধমানে বিজেপি সর্বভারতীয় সভাপতির রোড-শো ভীড় দেখা যায়।