Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

আশাকর্মীরা তাদের বকেয়া টাকা দাবি দাবিতে অতিরিক্ত জেলা শাসকের অফিসে স্মারকলিপি

ASANSOL/SALANPUR: পশ্চিমবাংলার আশা কর্মী ইউনিয়ন এর পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের ৮টি ব্লক জুড়ে আশাকর্মীরা তাদের বকেয়া টাকা দাবি দাবিতে অতিরিক্ত জেলা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেয়া হয় আশা কর্মীদের পাঁচটি দাবি নিয়ে তারা পথে নেমেছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দীর্ঘ করোনা পরিস্থিতি সময়ে নিঃস্বার্থভাবে পরিশ্রমে দিনের পর দিন আর্থিক অরাজকতা কর্মক্ষেত্রে চূড়ান্ত হায়রানি শিকার হতে হয়েছে জীবনকে নিঃস্বার্থভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে নানান অসুবিধা তাদের থাকা সত্ত্বেও পিছুপা হয়নি তারা সরকারি কাজে নির্দ্বিধায় করোণা পরিস্থিতি কে সামনে রেখেও নিজেদের জীবন বিপন্ন করে তারা এগিয়ে এসেছে জনসাধারণের সুবিধার জন্য তাদের দাবি সরকারি অবিলম্বে বকেয়া ইন্সেন্টিভ টাকা মেটাতে হবে। ইন্সেন্টিভ এর টাকা ৭থেকে ৮ভাগে না দেওয়ার জন্য এবং বিনা পরিশ্রমে সরকারি অন্য কোনো কাজ করা যাবে না। অবিলম্বে ফরমেট প্রথা বাতিল করতে হবে। এই দাবিগুলো নিয়ে সরকার কতটা সাড়া দেয় সেবিষয়ে আশাকর্মীরা সফলতা অর্জন করেছেন। সালানপুর সহ একটি ব্লকের কর্মীরা একত্রিত ভাবে ডিএম অফিস স্মারকলিপি জমা দেন এবং প্রদর্শন করেন। তাদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।