Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

আইএএস এজাজ আহমেদ সালানপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দায়িত্ব গ্রহণ করলেন

      এডিডিএ সহকারী নির্বাহী অফিসার পদে কর্মরত ছিলেন

আইএএস এজাজ আহমেদ

ওম প্রকাশ শর্মা, আসানসোল।  ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন বাংলার রূপনারায়ণপুরে সালানপুর ব্লক অফিসের বিডিও হঠাৎ বদলে গেল।  ৩ জুন বুধবার আইএএস এজাজ আহমেদ বিডিওর দায়িত্ব গ্রহণ করেন।  এর আগে আইএএস এজাজ আহমদ আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের ( আড্ডা) সহকারী নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।  দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে তাঁর কাজে পুরোপুরি সক্রিয় থাকতে দেখা গেছে। তিনি জানান, বৃহস্পতিবার তিনি সলানপুর ব্লকের কোয়ারানটাইন সেন্টারের কাজ, মনরেগা, জয় বাংলা প্রকল্প, এমএনডি-র কাজ পরিদর্শন করেছেন।  হিন্দি -ভাষী এজাজ আহমদ বাংলা বলতে, লিখতে এবং বোঝার ক্ষেত্রে দক্ষ।  এর আগে বুধবার সলানুপুরে বিডিও অফিসে তার আগমনকালে সমস্ত কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। কৃষি উন্নয়ন কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ সকলেই নিজ নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন। 

এজাজ আহমদ বৈশ্বিক মহামারীর করোনাকাল চলাকালীন বিডিও তপনকুমার সরকার এর জায়গা নিলেন।  সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হ’ল নতুন বিডিও একজন আইএএস অফিসার।  বর্তমানে তাকে পনের দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।  তবে শ্রী আহমদ কত দিন এখানে থাকবেন তা জেলাশাসকের উপর নির্ভর করছে ।পুরাতন বিডিও তপন সরকারও এখানে তাঁর কাজে সহায়তা করছেন। উত্তর প্রদেশের এই হিন্দিভাষী এই তরুণ কর্মকর্তা, কীভাবে তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে ভারতীয় প্রশাসনিক চাকরিতে নির্বাচিত হলেন আমরা আপনাকে পরবর্তী পর্বে বিস্তারিত জানাব।  জনগণ মনে করছেন যে এই ব্লকের বিডিও একজন আইএএস অফিসার হওযায়  উন্নয়ন কাজ এলাকায় ত্বরান্বিত হবে।  জেলা পরিষদ কর্মাধ্যক্ষ  মোহাম্মদ আরমান বলেছেন যে তার আগমনের পরই ব্লকের উন্নয়ন আরও ত্বরান্বিত করার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে।