Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

সালানপুর থানার প্রচেষ্টায় দেওয়া হলো হেলমেট

সেফ ড্রাইভ,সেভ লাইফ” সচেতনতা শিবিরে ট্রাফিক বিষয়ে প্রশ্ন উত্তরের মধ্যদিয়ে সঠিক উত্তর দাতাদের হাতে হেলমেট ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়


BHARATTV.NEWS: সালানপুর থানার উদ্দোগে বাইপাস জাতীয় সড়ক সংলগ্ন মেলেকোলা মোড়ে অনুষ্ঠিত হল “সেফ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে সচেতনতা শিবির । এদিন এই “সেফ ড্রাইভ,সেভ লাইফ” অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের অবগত করা হয়,যেন বাইক চালানোর সময় সবাই হেলমেট ব্যবহার করেন এবং রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগনাল দেখে রাস্তা পার করেন।এই “সেফ ড্রাইভ,সেভ লাইফ” সচেতনতা শিবিরে আসা সাধারণ মানুষদের ট্রাফিক বিষয়ে প্রশ্ন উত্তরের মধ্যদিয়ে সঠিক উত্তর দাতাদের হাতে হেলমেট ও গোলাপ ফুল তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি কুলটি ওমর আলী মোল্লা ,এসিপি ট্রাফিক ওয়ান সুকান্ত ব্য়ানার্জী, কুলটি ট্রাফিক ইনচার্জ শুভেন্দু চ্যাটার্জি ,সালানপুর থানা ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলী ,কল্যানেশ্বরী ফাঁড়ি ইনচার্জ উজ্জ্বল সাহা সহ আরও অন্য্ ব্যক্তিবর্গ .