Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

সামলে চলুন নইলে কাছাড় খাবেন ! হরিসাডী গ্রাম ঢোকার মুখে রাস্তাটি অযোগ্য 

BHARATTV.NEWS,SALANPUR: সামলে চলুন নইলে কাছাড় খাবেন ! #সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে কেন্দুয়াডি মোড় থেকে হরিসাডী গ্রাম ঢোকার মুখের রাস্তাটি যাতায়াতের জন্য অযোগ্য. এ রাস্তার ধারে প্রাথমিক উপস্বাস্থ্যকেন্দ্র অনেক গর্ভবতী মহিলারা আসা যাওয়ার পথ ও ছোট্ট-ছোট্ট বাচ্চারা এরাস্তা দিয়ে আছড়া ইস্কুলে যায়. রাস্তার বেহাল অবস্থার জন্য সাইকেল খারাপ হয়ে যায় .

গ্রামবাসিরা জানান এই রাস্তার বেহাল দশা দেখে বিষয়েই গ্রামবাসী সহ এলাকার সব সাধারণ মানুষজন এ রাস্তায় পারাপার করেন প্রতিনিয়ত কিন্তু, এই বর্ষার মরশুমে বর্ষার জল সহ রাস্তায় খাল ডোবাতে পরিনত হয় অনেকেই দুঘটনার শিকার হয়েছে এবং গ্রামের বসবাসকারী কিছু পাকাবাড়ি থেকে জমে থাকা নোংরা জল রাস্তায় বেরোতে দেখা যায় তা বন্ধ না হলে রাস্তা আরও বেহাল অবস্থায় হবে এবং দিনের পর দিন খারাপ হতে চলেছে। রাস্তাটি নির্মাণ করা হয় বিগত ২0 বছর আগে কিন্তু কয়েক বছর ধরে রাস্তাটি কোন উন্নয়ন হয়নি. আছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা তাঁতি তিনি জানিয়েছেন ওই কেন্দুয়াডি মোড় থেকে হরিসাডী যাওয়ার রাস্তার অভিযোগ জানিয়েছেন .বিষয়টি খতিয়ে দেখছি এবং চেষ্টা করছি যত শীঘ্রই পারি কাজটি করার। আমাদের পঞ্চায়েতে ফান্ড অনেক কম তাই একটু দেরি করে ফান্ড ঢুকে কিন্তু ঠিক আছে রাস্তাটি নতুন করে কাজ করা হবে।