Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

রেল শহর থেকে গরিব মানুষদের উচ্ছেদ করা চলবে না : বিধায়ক

লকডাউনের ফলে বিপুল ক্ষতির শিকার হয়েছে ভারতীয় রেল, মিছিল করে চিত্তরঞ্জন স্টেশন পর্যন্ত বিক্ষোভ প্রর্দশন করা হয়

ওম প্রকাশ শর্মা , আসানসোল। মঙ্গলবার বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় চিত্তরঞ্জন স্টেশনে পার্টি সমর্থকদের নিয়ে মূল্যবৃদ্ধি এবং রেলকে বেসরকারির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোব প্রদর্শনে অংশগ্রহণ করেন। উনি বলেন যে রেলে করোনা লকডাউনের ফলে বিপুল ক্ষতির শিকার হয়েছে ভারতীয় রেল। বন্ধ রয়েছে প্যাসেঞ্জার ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনও। এই আর্থিক ক্ষতি সামলাতে ট্রেনের বেসরকারিকরণ করতে চলেছে মোদী সরকার।

এদিন ছাত্র পরিষদের নেতা মিঠুন মন্ডল নেতৃত্বে ভারতীয় রেলের বেসরকারীকরণের প্রতিবাদে ৩ নম্বর গেট থেকে প্রতিবাদ মিছিল করে চিত্তরঞ্জন স্টেশন পর্যন্ত বিক্ষোভ প্রর্দশন করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, দেশজুড়ে যখন বেকারত্ব বাড়ছে, কেন্দ্র সরকার রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের চাকরি দিতে ব্যর্থ। তার উপর দেশের সম্পদ বিক্রি করছে সরকার। এই সরকারের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা।

বিধাযোকের আরও দাবি, করোনা পরিস্থিতিতে মানুষের পকেটে টান পড়েছে, আর্থিক সঙ্কটে মানুষ, তখন রেল বেসরকারিকরণ করার ফলে রেলের মতো এতদিনের সুলভ ও সুবিধাজনক পরিবহন কি সাধারণ মানুষের পকেটের আয়ত্তে থাকবে না। কেন্দ্র সরকার নিজের স্বার্থসিদ্ধির জন্য এসব করছে, সাধারণ মানুষের কথা ভাবছে না। অন্যদিকে চিত্তরঞ্জন শহর থেকে রেল গরিব মানুষদের উচ্ছেদ করতে চলেছে যা আমরা কোনোমতে বরদাস্ত করবো না।