[রূপনারায়ণপুর, সালানপুর] / রিপোর্ট: ওম প্রকাশ শর্মা ও মনতোষ ভট্টাচার্য: সালানপুর ব্লকের রূপনারায়ণপুর রূপনগর সর্বজনীন দুর্গোৎসব এ বছর পদার্পণ করল গৌরবময় ৩৪ বছরে। আজ, ৯ই আগস্ট, খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল পুজোর আনুষ্ঠানিক যাত্রা। এ বছরের থিম ঘোষণা করা হয়েছে — “ফেলে আসা শৈশব”। পুরনো দিনের খেলা, আনন্দ আর হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনার বার্তা বহন করবে এবারের আয়োজন।
পুজো কমিটির সভাপতি দেবরঞ্জন মুখার্জি, সম্পাদক তিমির গোস্বামী এবং কোষাধ্যক্ষ সোমনাথ ঘোষাল জানান, এবারের বাজেট নির্ধারণ হয়েছে প্রায় ছয় লক্ষ টাকা। যদিও কমিটির সদস্য নন, তবু উৎসাহে পিছিয়ে নেই দুলাল সেন, যিনি সক্রিয়ভাবে পুজোর প্রস্তুতিতে যুক্ত রয়েছেন।
মণ্ডপ নির্মাণের দায়িত্ব পেয়েছেন রং তুলি ক্রিয়েশনের রজত মুখার্জি। তাঁর নকশায় ‘ফেলে আসা শৈশব’ থিমের প্রতিটি দিক জীবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই পাড়ায় উৎসবের আবহ তৈরি হয়েছে; আলোকসজ্জা ও মণ্ডপ সাজানোর সরঞ্জাম পৌঁছতে শুরু করেছে।
পুজো কমিটি জানিয়েছে, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত, অন্যদিকে আলোকসজ্জা ও থিমের কাজ সমান তালে চলছে।
৩৪ বছরের ঐতিহ্য ও আবেগকে সামনে রেখে রূপনগর সর্বজনীন দুর্গোৎসব শুধু একটি পুজো নয়, বরং মানুষের মিলনমেলা ও স্মৃতিচারণের এক অনন্য মাধ্যম হয়ে উঠছে। এবারের ‘ফেলে আসা শৈশব’ থিম দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে, এটাই প্রত্যাশা আয়োজকদের।















