Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

রাতে বাঘের আওয়াজেরমতো বিকট গর্জন কেউ অযথা সামনে যাবার চেষ্টা করবেন না।

MONOTOSH, বারাবনি : বারাবনি ব্লকের পুচড়া পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডিহি জঙ্গল থেকে উদ্ধার করা হয় একটি হায়না। গ্রামবাসিদের কাছ থেকে জানা যায় নতুনডিহি গ্রামের মানুষজন গতকাল রাতে বাঘের আওয়াজেরমতো বিকট গর্জন শুনতে পান। বৃহস্পতিবার সকালবেলায় গ্রামের মানুষজন জঙ্গলের দিকে গিয়ে দেখতে পায় স্ট্রিপেড হায়নাটি।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারাবনি থানায় এবং বাসিন্দারা গৌরান্ডী সরিষাতলী বনদপ্তরের বিট অফিসার অসীম বাউরিকে ও গৌরান্ডি বন দপ্তরে।পুলিশ ও বনদপ্তরের কর্মীদের যৌথ প্রচেষ্টায় জাল বেঁধে ধরে ফেললো ওই আফ্রিকেন স্ট্রিপেড হায়নাটিকে নিয়ে আসা হয় রূপনারায়পুর বনদপ্তরে। রুপনারায়নপুর রেঞ্চ অফিসার অচিন্ত‍্য সরকার বলেন, যদি কেউ এই প্রজাতির প্রাণী দেখলে প্রথমেই সামনের বনদপ্তরে কিংবা লোকাল থানার পুলিশ জানানো উচিত।কেউ অযথা তাদের সামনে যাবার চেষ্টা করবেন না।