মিহিজামের কাঙ্গই রাইপাডা বাসিন্দা ৩০ বছরের যুবক মুকেশ
আসানসোল/ রূপনারায়ণপুর: আজ রবিবার বিকেল বেলায় রূপনারায়ণপুর ব্রিজ সংলগ্ন বিএলএলএর ও অফিস এর কাছে এক ছোট্ট পুকুরে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পদ্দ ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল মিহিজামের কঙ্গোই রাইপাডা বাসিন্দা ৩০ বছরের যুবক মুকেশ রাযের। জানা গেছে মা মনসা পুজো উপলক্ষ্যে মুকেশ রায় নিজের এক বন্ধুর সাথে পুকুরে পদ্মফুলতোলার জন্য নামে। কিন্তু আর পুকুর থেকে উঠতে পারেনি। তার বন্ধু তাকে বাঁচাবার চেষ্টা করে কিন্তু সফল হয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় রুপনারায়নপুর পুলিশকে খবর দেওয়া হয়। এ সম্পর্কে পুলিশ জানায় যে ৩০ বছরের যুবক মুকেশের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কঙ্গোয় গ্রামের সূত্রে জানা গেছে মুকেশের বাড়িতে মনসা পুজো ছিল।















