রূপনারায়ণপুর। সোমবার সকাল ১১টা সময় ডাবরমোড় বাসস্ট্যন্ড এ AIUTUC পক্ষ থেকে একটি রাজনৈতিক বক্তব্যের সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন AIUTUCপাটির রাজ্যকমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি প্রনবেশ দও ও জেলা সম্পাদক মন্ডলীর সভাপতি দীনেশ সোম স্থানীয় সংগঠক রপরাজ । তাদের দাবী শ্রমিকদের প্রাপ্য ডি এ কাটা চলবে না। রেলেও সমস্ত সরকারি সংস্থাকে বেসরকারী করা যাবে না ।
বাস স্ট্যান্ডে সভা







