বালুরঘাট, ৩১ জানুয়ারি: দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সোমবার দুপুরে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করার পাশাপাশি বালুরঘাট থানা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই কর্মী-সমর্থকরা। এদিন দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। এরপর বালুরঘাট থানার মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের দাবি দ্রুত স্কুল কলেজ খুলতে হবে, পাশাপাশি স্টুডেন্ট ভাড়া নিতে হবে, এছাড়াও একাধিক দাবিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাবিনী। এদিকে পরে অবরোধকারীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ৷ সেই সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে এসএফআই কর্মী সমর্থকরা। পরে জোর করে সরিয়ে দেওয়া হয় থানা মোড় এলাকা থেকে বিক্ষোভকারীদের। প্রায় আধাঘন্টা পর পুলিশ অবরোধ তুলে দেয়। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল।
আত্রেয়ী খাঁড়ি বাঁচাও, তৃণমূল হটাও আন্দোলন কর্মসূচি পালন করল বালুরঘাট টাউন বিজেপি

প্রসঙ্গত যে, বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী খাঁড়ি পার্টি নেতা এবং প্রোমোটারদের গোপন চুক্তিতে অবৈধ নির্মাণের মধ্যে দিয়ে দিনের পর দিন আত্রেয়ী খাঁড়ি দখল হয়ে যাচ্ছে। এই মর্মে বালুরঘাট টাউন বিজেপি জেলাশাসকের কাছে কয়েক দফায় অভিযোগ জানালেও কোন পদক্ষেপ প্রশাসন এখনো গ্রহণ করেনি। তাই এবার আত্রেয়ী খাঁড়িকে বাঁচাতে ওয়ার্ড ভিত্তিক আন্দোলনের পথে নামল বালুরঘাট টাউন বিজেপি।আজ বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া ট্যাক্সি স্ট্যান্ড এর নিকটে ধর্না এবং রেলি প্রদর্শনীর মধ্যে দিয়ে আত্রেয়ী খাঁড়ি বাঁচাও, তৃণমূল হটাও আন্দোলন কর্মসূচি পালন করল বালুরঘাট টাউন বিজেপি। এই বিষয়ে বালুরঘাট টাউন সভাপতি সুমন বর্মন জানান, বালুরঘাটের জীবন রেখা আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস মানছি না মানবো না। পার্টি এবং প্রোমোটারের গোপন চুক্তির ভিত্তিতে অবৈধ নির্মাণের মধ্য দিয়ে খাঁড়ি দখল মানছি না মানবো না। খাঁড়ি দখলমুক্ত করতে ওয়ার্ড ভিত্তিক আন্দোলন জোরদার করবো। তিনি আরো জানান বালুরঘাট টাউন বিজেপি আত্রেয়ী খাঁড়িকে রক্ষা করতে বদ্ধপরিকর। সমগ্র বালুরঘাট বাসি আত্রেয়ী খাঁড়িকে করতে বদ্ধপরিকর। আর এই আন্দোলন জোরদার করতে আজকে বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া ট্যাক্সি স্ট্যান্ড এর নিকটে আত্রেয়ী বাঁচাও খাঁড়ি বাঁচাও তৃণমূল হটাও প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো।




