BHARATTV.NEWS: ASANSOL: আসানসোল পোলোগ্রাউন্ডে ২৮ জুন মঙ্গলবার জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আসানসোলের মানুষ যেভাবে আমাদের জিতিয়েছে অঙ্গীকার হিসেবে আমি গর্ববোধ করি। আসানসোলের বুকে গড়ে উঠবে ইন্ডাস্ট্রিয়ালিস এরিয়া। কিন্তু রেলে ৮০ হাজার শূন্য পদ খালি রয়েছে সে গুলির দিকে নজর দিচ্ছেন না কেন্দ্রীয় সরকার। অগ্নিপথের চাকরি পাবেন বিজেপি শাখা-প্রশাখা লোকেরা। অগ্নিপথের চাকরি সাধারণ মানুষেরা পাবেন না। রাজ্য সরকার সাধারণ মানুষের বাড়ি বানাতে চাইলেও কেন্দ্র টাকা দিচ্ছেন না। আসানসোল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে এবং হাজার হাজার মানুষ চাকরি পাবে। অন্ডাল এয়ারপোর্ট ন্যাশনাল এয়ারপোর্ট করা হবে। এখান থেকে দেশের এবং বিদেশের সব জায়গায় যেতে পারবে। এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে। আমাদের এখানে চাকরির জন্য প্রথম পছন্দ হবে স্থানীয়রা। দেশের কৃষকদের অবস্থা কি তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্পে দু’দফায় মোট ৬০হাজার লোক নেওয়া হবে। বিজেপি২৪ এর ভোটের আগেই ললিপপ দেখাচ্ছে শুধু ছবি লাগাচ্ছে বিজেপি একদিন নিজেই ছবি হয়ে যাবে। কেন্দ্রীয় প্রকল্পের নাম নিয়ে বলছে ১০০ দিনের তো কোন নামই নেই। বাংলা এগিয়ে তাই বিজেপি জ্বলছে। ৩২টাকা খরচ করে কেনা চাল নিখরচায় গরিবদের রেশন দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় গণবণ্টন গম দেওয়া বন্ধ করে দিয়েছে। আগামী দিনে আন্তর্জাতিক বিমান ছাড়বে অন্ডাল এয়ারপোর্ট থেকে এবং দুর্গাপুর শেল-গ্যাস অনুসন্ধান প্রকল্প বিনিয়োগ হবে।
বাংলা এগিয়ে তাই বিজেপি জ্বলছে :মুখ্যমন্ত্রী







