Om sharma,Asansol: পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের উদ্যোগে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের বন সৃজনে প্রকল্পের অধীনে একটি বৃক্ষচারা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলের বার্ণপুর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সোমাত্মানন্দজী মহারাজ, রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় , পশ্চিম বর্ধমান জেলার ডিএফও বুদ্ধদেব মণ্ডল এবং অন্যান্য অতিথিবর্গ।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্থানীয় কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার হাতে বৃক্ষচারা তুলে দেন।






