সালানপুর : বহুদিন অপেক্ষার পর সালানপুর ব্লকের ডাবর মোড় বাস স্ট্যান্ডের উদ্বোধন আগে হয়েছিল কিন্তু নামকরণ বাকি ছিল তা আজ সম্পূর্ণ হলো. ডাবর মোড়ের নতুন বাস স্ট্যান্ড এর নাম হল বিদ্যাসাগর যাত্রী প্রতীক্ষালয়. রুপনারায়নপুর সহ ব্লকে অনেকের দাবি ছিল একটা বাসস্ট্যান্ডের কিন্তু সকলকে সালানপুর পঞ্চায়েত সমিতির প্রচেষ্টায় নিদারুণ বিশেষ প্রকল্পের মাধ্যমে উপহার দিয়েছেন সালানপুর ব্লক বাসিকে। সেই উদ্দেশ্যে কিন্তু বাসস্ট্যান্ডের নাম করা হয় বিদ্যাসাগর যাত্রী প্রতীক্ষালয়।














