BHARATTV.NEWS,রূপনারায়ণপুর সংবাদদাতা :২১শে অক্টোবর শুক্রবার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর অঞ্চলের ডাবর মোড়ে বিক্ষোভ সভা ও পথ অবরোধ করলো বাম সংগঠন গুলি। কলকাতার সল্টলেকে চাকরি প্রার্থীদের অনশনে লাঠি চার্জ করে আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে সালানপুর অঞ্চলের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, সারা ভারত মহিলা সমিতি, সারা ভারত কৃষক সভা ও সি আই টি ইউ এর যৌথ আহ্বানে বিরাট বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেন ওই অঞ্চলের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব রণজিৎ সরকার। বিক্ষোভ সভা থেকে গতকালের পুলিশের প্রতিক্রিয়া নিয়ে তীব্র নিন্দা করা হয় এবং অবিলম্বে চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগের দাবী তোলা হয়। একই সাথে রাজ্যব্যাপী দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ করা হয়। বক্তব্য রাখেন এলাকার গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব রণজিৎ সরকার, মহিলা আন্দোলনের নেত্রী শিপ্রা মুখার্জী, যুব আন্দোলনের নেতৃত্ব আবীর ঘোষ। বিক্ষোভ সভার পরেই ডাবর মোড়ে পথ অবরোধ করা হয়







