Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

RATION কার্ড পোস্ট অফিসে এলেও বাড়ির ঠিকানায় আসছে না

আসানসোল /রূপনারায়ণপুর: রাজ্যে উন্নয়ন আরও দ্রুত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাত দিন কাজ করছেন. মানুষ যাতে রেশন কার্ড কোনো দালালের হাতে না পরে তার জন্য অনলাইন ব্যবস্থা করেন. পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি রেশন কার্ড কার্ডহোল্ডার এর বাড়িতে পৌঁছনোর দায়িতব পোস্ট অফিসের পোস্টমেন এর. কিন্তু সালানপুর ব্লকের অন্তর্গত একটি পোস্ট অফিস রেশন কার্ড বাড়িতে গিয়ে দিচ্ছে না . যার ফলে মানুষের হয়রানি বাড়ছে. অন্যদিকে RATION কার্ড হোল্ডারদর ফোন করে বলা হচ্ছে যে আধার কার্ড নিয়ে সরাসরি পোস্ট অফিসে চলে আসুন . পরিচয় জানতে চাইলে বলা হচ্ছে তারা বিডিও অফিসের লোক. বাড়িতে গিয়ে কার্ড দেওয়া যাবে না. এই বিষয়ে সালানপুর ব্লকের ফুড ইন্সপেক্টর বলেন যে আমরা কোনো লোক পোস্ট অফিসে রেশন কার্ড বিলি করার জন্য রাখিনি. রেশন কার্ড সরাসারি পোস্ট অফিসের মাধ্যমে কার্ড হোল্ডার এর বাড়িতে যাওয়ার নিয়ম আছে. একপোস্ট অফিসের পোস্টমেনের বক্তব্য এতো এতো রেশন কার্ড বাড়িতে গিয়ে সম্ভব নয়.

View Post