Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

”পশ্চিম বর্ধমান জেলায় একাধিক কলকারখানা বন্ধ আছে সেগুলো দ্রুত চালু করার ব্যবস্থা করতে হবে”

কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, কর্মসংস্থান দাবিতে জাতীয় সড়ক অবরোধ

BHARATTV.NEWS: রানীগঞ্জ: কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, বেকার যুবকদের কর্মসংস্থান একগুচ্ছ দাবিতে বামফ্রন্ট ও কংগ্রেস এর যৌথভাবে ২নং জাতীয় সড়ক অবরোধ। পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী জানান মোট কটি দফা দাবি নিয়ে তাদের এই যৌথ কর্মসূচি।তিনি জানান পশ্চিম বর্ধমান জেলায় একাধিক কলকারখানা বন্ধ আছে সেগুলো দ্রুত চালু করার ব্যবস্থা করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে। লকডাউন এর ফলে প্রচুর বাংলা যুবক বাংলায় ফিরে এসেছি। তাদেরকে পুনরায় কাজের জন্য যাতে অন্য রাজ্যে যেতে না হয় তার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। তিনটি কৃষি বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। তাছাড়াও পশ্চিম বর্ধমান জেলায় সরকারি মেডিকেল কলেজ উন্নত মানের হসপিটাল দাবি জানান তারা। এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সংসদ বংশগোপাল চৌধুরী, রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত, কংগ্রেস নেতা ভক্তি চক্রবর্তী সহ কংগ্রেস ও বামফ্রন্টের একাধিক নেতা। রানীগঞ্জ পাঞ্জাবীমোড়ে দুই নম্বর জাতীয় সড়ক সকাল ১১.৩৫ থেকে ১২টা পর্যন্ত অবরোধ করা হয়।আলোচনার পরে পথ অবরোধ উঠিয়ে নেন আন্দোলনকারীরা।