Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

বিবর্তক সামাজিক ও সাংস্কৃতিক চক্রের উদ্যোগে প্রথম বার্ষিক রক্তদান শিবির আয়োজিত

অদূর ভবিষ্যতে আরো রক্তদান শিবির করার রয়েছে পরিকল্পনা

রূপনারায়ণপুর : রুপনারায়নপুর সুপার মার্কেটে একটি বিবর্তক সামাজিক ও সাংস্কৃতিক চক্রের উদ্যোগে প্রথম বার্ষিক রক্তদান শিবির আয়োজিত হলো। সেলফলেস সার্ভিস সোস্যাইটি এবং বিবর্তকের উদ্যোগে।

এই করোনা পরিস্থিতিতে রক্তের আকালের কথা মাথায় রেখে সংগৃহিত রক্ত চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হসপিটালকে দেওয়া হয়েছে।

মোট ষোলো জন রক্তদাতা রক্তদান করেন। অদূর ভবিষ্যতে আরো বড়ভাবে এই রক্তদান শিবিরে উদ্যোগ বিবর্তককের পক্ষ থেকে নেওয়া হবে। বিবর্তকের পক্ষ থেকে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজয় শেঠ, সুমন বিশ্বাস এবং সুমিএা চট্টরাজ।

যাদের অকৃত্তিম সহায়তা না পেলে এই অনুষ্ঠান সম্পন্ন করা অসম্ভব ছিলো তারা হলেন ধীমান সোম, সমপ্তী সেন,শ্রীমতি গৌরী রায়, পাপন পাল রমানাথ চক্রবর্তী অমিত ব্যানার্জী ও জোতিময় ঘোষওসোনু সুনকারও সরাজ মাহাতো ওবিপতারন গোপ এবং আরো অসংখ্য শুভান্যুধায়ী আগামীদিনে বিবর্তকের পাশে থাকবেন এটাই রক্তদানের মাধ্যমে এটা অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন।