চিকিৎসকদের সংবর্ধনা জানালো বিজেপির মহিলা মোর্চা
আসানসোল। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা আসানসোলের বিশিষ্ট চিকিৎসক, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে প্রতিদিন সেবা করে চলেছেন, তাঁদের সংবর্ধনা দিলো। শিশু বিশেষজ্ঞ ডঃ শর্মিষ্ঠা চক্রবর্তী সরকার, ডঃ বনশ্রী সরকার, দন্ত চিকিৎসক ডঃ সুভাশীষ সরকার ও ডঃ দেবাশীষ সরকারকে সংবর্ধনা দিলেন মহিলা মোর্চার পাপিয়া পাল, ললিতা দেবী, সরিতা সিং ছাড়াও যুব মোর্চার রাজ্য আই টি প্রধান সঞ্জয় পাল, শিক্ষক অরিন্দম মুখার্জী, রাজ রায়। চিকিৎসকদের হাতে সচেতনতার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও তুলে দেওয়া হয়। www.bharattv.news















