Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

সালানপুর ব্লকের দেন্দুয়া মোড়ে বিক্ষোভ – রাস্তা অবরোধ কর্মসূচি

রূপনারায়ণপুর, সংবাদদাতা। বুধবার ১ জুলাই সকালে প্রাতঃ ভ্রমণের সময় বি জে পির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্থা করা হয়, কোলকাতার লেফটানেন্ট। এরই প্রতিবাদে সারা রাজ্যের বিভিন্ন মন্ডলের মতো সালানপুর ব্লকের দেন্দুয়া মোড়ে বিক্ষোভ – রাস্তা অবরোধ কর্মসূচি করা হল বি জে পির বারাবনি চার মন্ডলের পক্ষ থেকে। এদিন, মন্ডল সভাপতি গোপাল রাম , যুব মোর্চার রাজ্য আই টি প্রধান সঞ্জয় পাল, বুদ্ধিজীবী সেলের গনেশ মন্ডল, মন্ডলের সাধারণ সম্পাদক মনোজ বউদি , বিশ্বজিৎ তেওয়ারি, যুব মোর্চার উৎপল লায়েক সহ সদস্যরা প্রায় আধ ঘণ্টা আসানসোল – ঝাড়খণ্ড এবং আসানসোল – চিওরঞ্জন মূল রাস্তা অবরোধ করে।