Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

”বিজেপি সকল প্রয়াস বাংলাকে বদনাম করার উদ্দেশ্যে ব্যবহার করছে”

মনোতোষ ভট্টাচার্য্য,রূপনারায়ণপুর । সালানপুর ব্লকে একটি সাংবাদিক বৈঠকে বিধায়ক বিধাণ উপাধ্যায় মন্তব্য করে বলেন যে পশ্চিমবঙ্গ এই সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং কোরোনা কে নির্মূল করার চেষ্টা করছেন। এর সাথে আম্ফান এর ফলে যে ক্ষতি হয়েছে সেই বিপর্যয় থেকে পুনর্নিমাণ কাজও তেজ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে কাজ করছেন। অন্যদিকে বিজেপি তাদের সকল প্রয়াস বাংলাকে বদনাম করার উদ্দেশ্যে ব্যবহার করছে।

এই কঠিন সময় রাজ্যের পাশে না দাড়িয়ে তারা কেবল রাজ্য কে বদনাম করছে। রাজনৈতিক বিরোধী দলের নেতারা মিথ্যা প্রচার চালাচ্ছেন। দিলীপ ঘোষ বাংলার মানুষকে তথা রাজ‍্যকে দূর্বল করার চক্রান্ত চালাচ্ছে। এই ব্লকে জলপ্রকল্প, মাটি প্রকল্পগুলিতে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে।অন্যদিকে দিদিকে বলো কর্মসূচিতে রূপনারায়ানপুর গ্রাম বাসীদের চাহিদামতো  ৭ই জুন রবিবার  থেকে জল পেতে শুরু করল।রূপনারায়ানপুর গ্রামের লোকেরা পানীয় জল পেয়ে খুশি প্রকাশ করেন ঐদিন।