Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

আসানসোল অঞ্চলের এক শিশু বহুবছর আগে রক্তের অভাবে মৃত্যু বরন করেছিল

সালানপুর রেড ভলানটিয়ার্সের উদ্যোগে, সি পি আই এম সালানপুর অঞ্চল কমিটি ও ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের যৌথ সহযোগিতায় রক্তদান শিবির আয়োজিত

BHARATTV.NEWS(ভারতটিভি.নিউজ): রূপনারায়ণপুর : গতকাল শনিবার ২৯শে অক্টোবর, সালানপুর রেড ভলানটিয়ার্সের উদ্যোগে, সি পি আই এম সালানপুর অঞ্চল কমিটি ও ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের যৌথ সহযোগিতায় রূপনারায়ানপুর অঞ্চলের কল্যানগ্রামে রক্তদান শিবির আয়োজিত হয়।

মহিলা যুব সহ মোট ৩৮জন এইদিন রক্তদান করেন। রেড ভলানটিয়ার্সরা এই শিবিরে উপস্থিত ছিলেন.এলাকার বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব, উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্পাদক রাকেশ পালিত। রেড ভলানটিয়ার্সদের পক্ষ থেকে জানানো হয়, আসানসোল অঞ্চলের এক শিশু বহুবছর আগে রক্তের অভাবে আজকের দিনে মৃত্যু বরন করেছিল যার নাম সৌভিক সামন্ত, মৃত্যুর পরে তার কলকাতা থাকার ইচ্ছাকে পূরণ করতে তার বাবা তার দেহ চিকিৎসা কাজের জন্য এন আর এস হাসপাতালে দান করেছিল।

এই দিনকে বিশেষ করে মনে রাখার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়। একই সাথে রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। বাসের মাধ্যমে ক্যাম্প করে এই রক্ত গ্রহণ করে সংশ্লিষ্ট সংস্থা।