Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারকের মূর্তিতে আগামী ১৫ আগষ্ট মাল্যদান করার উদ্যোগ

BHARATTV.NEWS, ASANSOL:৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে রাজ্যের সকল স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারকের মূর্তিতে আগামী ১৫ আগষ্ট মাল্যদান করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
তার আগে প্রতিটি মূর্তি পরিষ্কার করে, রঙ করে, আলোকিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার স্কুল ছুটির পর পশ্চিম বর্ধমান জেলার চেলোদ বাজারের কাছে মহাত্মা গান্ধীর মূর্তি সাফাইয়ে ব্যস্ত স্থানীয় স্কুল পড়ুয়ারা।রানীগঞ্জ ব্লক, টিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায়।