Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

ব্লকের চাষীরা বাংলা শস্য বীমা মাধ্যমে ৩৪৩ জন ক্ষতিপূরণ পেয়েছেন

সালানপুর ব্লকে চাষের কি অবস্থা দেখুন আমাদের এই খবরে

BHARATTV.NEWS, সালানপুর : দক্ষিণবঙ্গে সহ অনেক এলাকায় খরা দেখার কারণে গেছে। সালানপুর ব্লকে বৃষ্টি না হওয়ার কারণে সাধারণ কৃষকদের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। সালানপুর কৃষিদপ্তরের আধিকারিক রাজর্ষি ব্যানার্জি জানান ব্লকের মধ্যে ১১টি পঞ্চায়েত এলাকায় খারিফ মরসুমে ধান চাষ হয়। বৃষ্টি না হওয়ার কারনে এবছর ধানের বীজ তোলা অবস্থায় আছে। এখন পযর্ন্ত বৃষ্টির অভাবের জন্য আমাদের কাছে খবর রয়েছে চাষীদের বীজ তোলা এখনো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়নি। যদি কিছু দিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে সে বিষয়ে ধান নষ্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে ধানচারা বাঁচতে পারে বা বৃষ্টি না হয় সেই কারণে অল্প দিনের যে ধান পেকে নষ্ট হয়ে যায়, তাহলে পুনরায় আমাদের দপ্তরের স্টেট প্লেনের মাধ্যমে স্বল্পদিনের ধানবীচ চাষীদের দেওয়া প্রক্রিয়া চালু রয়েছে। ধানচাষ যে ধানবীচ বপণ করে ১১৫-১২০ দিনে ধান পেকে যায়। আমাদের দপ্তর থেকে অর্থাৎ স্বল্পদিনের ধানবীচ বপন করার নির্দেশনামা অনুসারে নির্দেশ দেওয়া হচ্ছে। এখনো সময় রয়েছে সেই হিসেবে ধান চাষ করা যেতে পারে। বৃষ্টির অভাবের জন্য ধান চাষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তাই আমরা ফর্মালিটি সিটব‍্যাক এপ্রোচের পদ্ধতির দিকে যাবার সম্ভবনা। আগের বছর আমন মরসুমে অতিরিক্ত বৃষ্টির জন্য ফসল নষ্ট হয়ে যাওয়ার কারনে এই ব্লকের চাষীরা বাংলা শস্য বীমা মাধ্যমে ৩৪৩ জন ক্ষতিপূরণ পেয়েছেন। সালানপুর ব্লকে মোট ৪৮৬৭ জন কৃষক বন্ধু পেয়ে থাকেন .