Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

আগে পুলিশ দেখে লোক ভয়ে পালাতো আর এখন মানুষ পুলিশের সাথে মিশতে শিখেছে

প্রকৃতির কোলের অঞ্চল বাঁশকেটিয়া আদিবাসী পাড়ায় সম্প্রীতি ও জনসংযোগ অনুষ্ঠান

ওম শর্মা (BHARATTV.NEWS) আসানসোল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশ্নরেটের পুলিশ সুদূরবর্তী অঞ্চলের আম নাগরিকদের জন্য প্রেম সদ্ভাব ও জনসংযোগ সুদৃঢ় করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে. শনিবার ২৫ই জুন সালানপুর থানার সৌজন্য বাঁশকেটিয়া আদিবাসী পাড়ায় সম্প্রীতি এবং জনসংযোগ অনুষ্ঠান আয়োজিত হয় . এই অনুষ্ঠানে সমস্ত শ্রেণি এবং সম্প্রদায়ের লোকেরা উপস্থিত ছিলেন। মন্দিরের পূজারী এবং মসজিদের মৌলানদেরকেও অনুষ্ঠানে সম্মান জানানো হয় .আদিবাসী নারীদের দল দ্বারা পারম্পরিক নৃত্য করে অথিতিদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে ডিউটিরত সালানপুর থানার মহিলা পুলিশ কর্মীরা

আসনসোলের মেয়ার সহ বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যে 2011 সালের আগে লোকে পুলিশকে দেখে ভয়ে পালাতো কিন্তু এখন পুলিশের সাথে মানুষ মিশতে শিখেছে . কোভিড কাল-এ পুলিশ মানুষের প্রয়োজনে বাড়ি-বাড়ি গিয়ে সহযোগিতা করেছেন .দিদির সরকার চাই- আপনি সরকারকে সহযোগিতা করুন। সরকার আপনাদের সাথে আছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশ্নরেটের সুধির কুমার নীলকংঠম বলেন যে আমরা সুদূর এলাকার মানুষদের সমস্যাগুলি থেকে অবগত হতে চাই , লোক ভয়মুক্ত হয়ে পুলিশকে তাঁদের সমস্যা থেকে অবগত করান. যাতে ভাল পুলিশিং পরিষেবা আমরা জনগণকে প্রদান করতে পারি।

তিনি আরও বলেন পড়ার সাথে সাথে যুবদের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার জন্য খেলাও দরকার । আগামী হুল উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দনও তিনি জানান। সাধারণ মানুষদের কাছে উপহার পেয়ে কমিশনার সুধির কুমার নীলকংঠম খুব খুশি হন . মানুষদের তিনি উপহার খুলে দেখান . এই অনুষ্ঠানে এই দিন ডিসিপি ওয়েস্ট অভিষেক মোদী , এসিপি কুলটি সুকান্ত মুখার্জী , সালানপুর আইসি অমিত হাতি , সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফালগুনি কর্মকার ঘাসি, জিলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সহসভাপতি বিদূৎ মিশ্র, তথাগত ট্রাস্টের রমকান্ত মন্ডল , বাসুদেব মন্ডল সহ অন্যন্য ব্যক্তিবর্গ উপস্থিত সেখানে।