Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

মদ খেয়ে গাড়ি চালাবেন না , সামডি রোডে দুর্ঘটনা

রূপনারায়ণপুর: গতকাল সামডি রোডের আমডাঙ্গা মোড় রাজা সাউন্ড এর সামনে এক মোটর বাইকে ৩জন যুবক মদ্যপ অবস্থায় খুব দ্রুত গতিতে সামডি রোড দিক থেকে আসছিল, আমডাঙামোড়ের মাংস দোকানের দাঁড়িয়ে থাকা মোটরবাইকে এসে মারে এবং সেখানে একটি মাংসের দোকানের দেওয়ালে ধাক্কা মারে দেওয়াল ভেঙ্গে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় তিনজনই দুঘটনার শিকার হয়। ঘটনাস্থলে তিনজনই গুরুতর আহত হয় এবং সঙ্গে সঙ্গেই রূপনারায়ণপুর ফাড়ির পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে পিঠাকিয়ারি হসপিটালে নিয়ে যাওয়া হয়।স্থানীয়দের কাছ থেকে জানা যায় যুবক গুলি ডাবরকোলিয়ারী শিয়ালডাঙা অঞ্চলের। Report: Mantosh