Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

লোকসভা উপনির্বাচনে জয়ের ঘোষণার অপেক্ষায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্নপ্রসাদ সিনহা

ওম শর্মা: আসানসোল: লোকসভা উপনির্বাচনে জয় থেকে প্রায় দু’কদম দূরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্নপ্রসাদ সিনহা। এর মধ্যে আর কোনও বিভ্রান্তি অবশিষ্ট নেই। ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিমিত্রা পাল দুপুর দেড়টা পর্যন্ত 263456 (৩১.২৬%) ভোট পেয়েছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন প্রসাদ সিনহা 474777 (৫৬.৩৪%) ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর প্রার্থী পার্থ মুখোপাধ্যায় পেয়েছেন ৬২৭৪২ (৭.৪৪%) ভোট, আর ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী প্রসানজিৎ পুইটান্ডি ওরফে শঙ্কুকে ১১২১০ (১.৩৩%) ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে ভারতীয় নয়া অধিকার রক্ষা পার্টির প্রার্থী জগদীশ মণ্ডল পেয়েছেন ৬৯০৪ ভোট। একই সঙ্গে নির্দল প্রার্থী অমিতাভ নস্কর পেয়েছেন ৭৬২০ ভোট নির্দল প্রার্থী প্রভুনাথ শাহ পেয়েছেন ২৮৬৫টি ভোট, সানি কুমার সাহা নির্দল প্রার্থী পেয়েছেন ৩৫৮৭টি ভোট, আর নোটার কথা যদি বলি, তা হলে এই লোকসভা উপনির্বাচনে মানুষ নোটায় ৯০১৭টি ভোট দিয়েছেন খবর লেখা পর্যন্ত। এখনও ভোট গণনা চলছে .