BHARATTV.NEWS: সালানপুর: দুষ্কৃতীদের লাগিয়ে দেওয়া আগুনে আজ কয়েকশো জীবন্ত গাছ সাথে অনেক কীটপতঙ্গ পুড়ে নষ্ট হলো . দুর্গাপুর বনবিভাগের আসানসোল রেঞ্জার অন্তর্গত গৌরান্ডী বিট এর আলিগঞ্জ মৌজার মেঝানডি জঙ্গলে বারাবনি ব্লকের পানুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন বনকর্মী এবং স্থানীয় বাসিন্দারা. তীব্র হাওয়াই সে আগুন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জঙ্গলে ছড়িয়ে যায় . খবর পেয়ে স্থানীয় মেঝানডি গ্রামের মানুষজন কে সঙ্গে নিয়ে গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় বন অধিকারী এবং বনরক্ষক বাহিনী এবং বনকর্মীরা সবাই একসাথে বেশ ১ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কিন্তু ততক্ষণে প্রায় অন্তত আনুমানিক ২৫০ থেকে ৩০০টি আকাশমনি আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে ২০১৮ সালে এই এলাকায় নিবিড় বনসৃজনের অঙ্গ হিসেবে অন্ততপক্ষে ৪৮০০০ আকাশমনি গাছ লাগানো হয়েছিলএই ঘটনা নিয়ে গৌরান্ডী বিট অফিসের অধিকর্তা এবং বনরক্ষীরা বলেন কিছু দুষ্কৃতীরা গত বছর ধরে আমাদের এলাকার বিভিন্ন সবুজে ভরা জঙ্গলের বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে দিচ্ছে,






