ওম শর্মা / মনতোষ ভট্টাচার্য , সালানপুর : নির্বাচনের মডেল আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে চলমান যানবাহন চেকিংয়ের সময় সালানপুর থানার পুলিশ একটি গাড়ি থেকে 5 লাখ টাকা উদ্ধার করেছে। সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি জানান, জামতারা – মাইথন চেকিং পয়েন্টের কাছে পুলিশ এই সাফল্য পেয়েছে। এখন এই টাকা নির্বাচনে খরচ করার জন্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে, বুধবার দুপুরে চেকিংয়ের সময় একটি সাদা রঙের মারুতি সুইফট গাড়িতে রাখা সাদা রঙের কাপড়ের ব্যাগ থেকে পুলিশ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। বলা হচ্ছে দুর্গাপুরের একটি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে গাড়িতে চড়ে চিকিৎসার জন্য রাঁচিতে যাচ্ছিলেন সবাই। গাড়িতে থাকা ব্যক্তিরা হাজারীবাগের বাসিন্দা বলে জানা গেছে। নগদ টাকা সম্পর্কে লোকজন সঠিক জবাব দিতে না পারলে পুলিশ নগদ টাকা বাজেয়াপ্ত করে। জানতে চাইলে গাড়িতে থাকা লোকজন জানান, এখানে নির্বাচন আছে তারা এটা জানতেন না। নিয়ম অনুযায়ী আয়কর দফতরকে জানিয়েছে পুলিশ। টাকা নিয়ে তদন্ত চলছে। লোকসভা উপনির্বাচনের আগে আসানসোল লোকসভা কেন্দ্রে চেকিং বাড়িয়েছে পুলিশ। জানা যায়, আসানসোল লোকসভার উপনির্বাচন হবে ১২ এপ্রিল।






