MANTOSH:ভারতটিভি.নিউজ: মিহিজাম: মিহিজাম থানার কুশভেদিয়া গ্রামে 75 বছর বয়সী দীপেন চক্রবর্তীকে অ্যাসিড দিয়ে আহত করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ . বিমল গড়াই যুবকের উপর এই হামলা . জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা . মাঠে কাজ করতে গিয়ে মারধরের পর এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। বিমলকে চিকিৎসার জন্য জামতারা পাঠানো হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 326A ধারায় মামলা দায়ের করেছে।






