পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র ছিলেন উপস্থিত
BHARATTV.NEWS সালানপুর : বুধবার এথোড়া ছাত্র ও যুব ঐক্য মঞ্চ এর বিশেষ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এথোড়া পুইতুন্ডি পাড়ার দূর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান এর শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র এছাড়াও উপস্থিত ছিলেন , পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি হিমাদ্রী শেখর পাত্র, এথোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু ভট্টাচার্য , উপপ্রধান অজয় ভট্টাচার্য ,এছাড়া তৃনমূল অঞ্চল সভাপতি গোবিন্দ ধীবর, বিশিষ্ঠ শিক্ষক ও সমাজসেবী সৌম্যাদীপ ঘোষ, গান্ধী প্রসাদ নুনিয়া প্রমুখ। উক্ত কর্মসূচির সহযোগিতা হাত বাড়িয়ে দেন বিশিষ্ঠ শিক্ষক দেবাশীষ পুইতুণ্ডি ও অংশুমান চট্টারাজ এবং অনুষ্ঠান এর সঞ্চালক শিক্ষক চন্দন মাজি, তিনি জানান প্রায় ২০০ জন দরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হলো। আগামী দিনে ও এইধরনের সমাজসেবা মূলক কর্মসূচী নিরন্তর ভাবে, সমস্ত সালানপুর ব্লক জুড়ে করা হবে।















