Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

“খাসজমি দখল কারি আদিবাসী কে উচ্ছেদ করা চলবেনা, আরএস রেকর্ডে আমাদের বাপ দাদাদের নাম ছিল কিন্তু এখন এলআর রেকর্ডে সঠিক বারিশ তার নাম যেন রেকর্ড হয়”

সালানপুর ব্লকে আদিবাসীদের অধিকার আদায়ের দাবিতে সালানপুর বিডিওকে দেওয়া হলো ডেপুটেশন

SALANPUR, BHARATTV.NEWS NETWORK: সালানপুর ব্লকের আদিবাসীরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন. তাই আদিবাসীদের জীবন জীবিকা নির্বাহী ও অস্তিত্ব যাতে অক্ষুন্ন থাকে এবং আদিবাসীদের উন্নয়নের জন্য সরকারি প্রকল্প ও সাংবিধানিক বিষয়ে বহু আদিবাসী বঞ্চিত না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে সালানপুর ভিডিও অফিসে সামনে আদিবাসী দের মহা মিছিল তারা নিজেদের প্রয়োজনীয় এবং সরকারি প্রকল্পের ত্রুটি থাকায় তাদের সুযোগ সুবিধা না পেয়ে মিছিলের মাধ্যমে তা সমস্যা সমাধানের সালানপুর ব্লক অফিস ঘেরাও করে তাদের ১২টি দাবিকে নিয়ে স্মারকলিপি জমা দেন ১. খাসজমি দখল কারি আদিবাসী কে উচ্ছেদ করা চলবেনা ২.খাস জমি দখলকারী ও গ্রামের আদিবাসী কে পাট্টা দিতে হবে ৩. যারা এসটি না হয়েও এসটি প্রমাণপত্র পাচ্ছেন তা বন্ধ করতে হবে ৪. আদিবাসী গ্রামের শ্মশান কে রেকর্ড করতে হবে

আরএস রেকর্ডে আমাদের বাপ দাদাদের নাম ছিল কিন্তু দেখা যাচ্ছে এখন এলআর রেকর্ডে আমার নাম হওয়া দরকার কিন্তু সে রেকর্ডটা আমাদের হচ্ছে না . কোনো কারণে অন্য দেড় হয়ে যাচ্ছে ইটা রোধ করতে হবে . সঠিক যে বারিশ তার নামে যেন রেকর্ড তা হয় -আদিবাসী নেতা

৫. আদেশ আরএসএস রেকর্ডে নাম থাকা সত্ত্বেও এল আর রেকর্ড নাম উঠছে না কেন তার প্রতিবাদে ৬. সালানপুর ব্লক এর সরকারি বন ও বনজ সম্পদ দিনের পর দিন ধ্বংস করা চলবে না। ৭.জাহির খান কে সংরক্ষণ ও মাঞ্জহী থান নির্মাণের ব্যবস্থা করতে হবে ৮.মাঞ্জহী প্রথা কে মান্যতা দিতে হবে। ৯.আদিবাসী সাঁওতাল মেয়েকে গ্রাম্য ছাড়া কোর্ট বিবাহ চলবে না।

১০.সিধু কানু হুল দিবস 30 শে জুন এ সরকারি ছুটি ঘোষণা করতে হবে। ১১.৯ইআগস্ট বিশ্ব আদিবাসী দিবসে সরকারি ছুটি দিতে হবে।১২.মাঞ্জহী জগমাঝি ও গূডেত, নাইকি পারানি ভদ দের পেনশন চালু করতে হবে।এই ১২টি দাবীকে সামনে রেখে মিছিল।এই দাবি গুলো কে নিয়ে স্মারকলিপি জমা নিয়েবিডিও অদিতি বসু তাদেরকে আশ্বাস দেন তাদের দাবি সম্পূর্ণরূপে সমস্যার সমাধান যত শীঘ্রই সম্ভব তা পূরণ করার।