Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

”দুয়ারে রেশন প্রকল্পটিকে সচল রাখতে মালবাহী গাড়ির প্রয়োজন”

BHARATTV.NEWS : SALANPUR : মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ব্যাপক আলোড়ন এবং উচ্ছাসের এর মাধ্যমে শুরু হয়ে গেল দুয়ারে রেশন প্রকল্প তাই বুধবার সকাল থেকে সালানপুর ব্লকে প্রথমদিনেই উত্তরামজিৎপুর এবং চিত্তরঞ্জনে দুয়ারে রেশন প্রকল্প প্রায় ১০ জনকে রেশন দিয়ে শুরু করা হলো। দুয়ারে রেশন প্রকল্পে ১৫শতাংশ ডিলারদের এই প্রকল্পের আওতায় আনা হয়।”দুয়ারে রেশন ” প্রকল্পের জন্য আসানসোল রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দামোদর তেওয়ারি বলেন দুয়ারে রেশন প্রকল্পটিকে সচল রাখতে মালবাহী গাড়ির প্রয়োজন হবে এবং মাল দেওয়ার জন্য কিছু কর্মচারীরা প্রয়োজন রয়েছে. সব দিক চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে সাধারণমানুষের দরজায় দরজায় রেশন পাওয়া যাবে। সেই ব্যবস্থা ব্লক প্রশাসনকে বিশেষ উদ্যোগ নিতে হবে। উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের জয়েন্ট বিডিও অরুনাভ মন্ডল এবং রেশন অফিসার সমীর দাস, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র , শ্যামল গোপ , চিত্তরঞ্জন থানার আইসি অতীন্দ্রনাথ দত্ত প্রমুখ.