Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

বন্ধ হবে অবৈধ মদের ব্যবসা !

উৎসবের দিনগুলোতে অবৈধভাবে চোলাই মদের বিরুদ্ধে অভিযান

ভারতটিভি ডট নিউজ (www.bharattv.news) আসানসোল : সামনেই আসতে চলেছে দুর্গোৎসব। আর উৎসবের দিনগুলোতে অবৈধভাবে চোলাই মদের রমরমা রুখতে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তর আজ বুধবার সাতসকালেই পশ্চিম বর্ধমান জেলার এলাকায় আসানসোল, বারাবনি, সালানপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবগারি দপ্তর এর পুলিশ একাধিক জায়গায় মোদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 80 লিটার মদ উদ্ধার করে. আবগারি দপ্তরের আধিকারিক ভারতটিভি ডট নিউজকে জানান যে চোলাই মদ সহ ফারমেন্টেশন ওয়াস এবং এ্যালমুনিয়াম হান্ডি, চোলাই মদ তৈরির কাঁচামালের সামগ্রী উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। চোলাই মদের সামগ্রী নষ্ট করায় আবগারি দপ্তর ও পুলিশের ভূমিকায় খুশি এলাকার সাধারণ মানুষ। অন্যদিকে অবৈধভাবে এলাকার মদ বিক্রেতারা এই অভিযানের ফলে আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ আবগারি দপ্তর সরকারের প্রধান রাজস্ব আদায় করি দপ্তর গুলোর মধ্যে অন্যতম। আবগারি দপ্তর যেমন একদিকে সরকার অনুমোদিত দেশী ও বিদেশী মদ বিক্রয়ের মাধ্যমে রাজস্ব আদায় করে তেমনি বিভিন্ন প্রতিরোধমূলক কার্যকলাপের মাধ্যমে অবৈধ মদ উৎপাদন বন্ধ যোগানের উপর সর্বদা নজরদারি করে।
অন্যদিকে জানা গেছে যে জেলা জুড়ে ব্যাঙের ছাতায় মতো ক্রমশ গজিয়ে উঠেছে বেআইনি মদ ও জুয়ার ঠেকের সংখ্যা। অন্ধকার নামলেই প্রকাশ্যে মদ বিক্রি থেকে শুরু করে মদ্যপান চলে. মদের আসরে চলে মারপিট আর গালিগালাজ। প্রতিবাদ করলেই মদ্যপদের হাতে আক্রান্ত হতে হয় আম জনতাকে। পুলিশ-প্রশাসন ও আবগারি দফতরে যদি পুরোপুরি এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান না চালান তাহলে ক্ষোভে ফুঁসবেন সাধারণ মানুষ।
অভিযোগ, বেআইনি কারবারিদের সঙ্গে একাংশের যোগসাজসের অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের বক্তব্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠন হওয়ার পর প্রতিটি পঞ্চায়েত থেকে বেশ সংখ্যক সিভিক পুলিশদের পুলিশে চাকরি দেওয়া হয়. পুলিশ আর আবগারি দপ্তর সিভিক পুলিশদের সহযোগিতা নিয়ে এলাকায় কারা এই জাতীয় ব্যাবসা করছে সহজেই জানা যেতে পারে কিন্তু পুলিশ এই সূত্রকে কাজে লাগাতে পারছে না বলে মনে করছেন সাধারণ মানুষ।