Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

এসআই অফিসে স্বারকলিপি দিয়ে ৪০ জন ছাত্রের মাধ্যমিক রেজাল্টের ব্যবস্থা করার অনুরোধ

রূপনারায়ণপুর : কিছু দিন আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে বিভ্রান্তি শোকের ছায়া কেটে আবার আলো দেখা দিলেও কিন্তু আরেকবার রেজাল্ট না পাওয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীরা শোকে জড়িয়ে পড়ে বুধবার আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনের মাধ্যমিক ছাত্ররা। স্কুলে দীর্ঘদিন ধরে রেজাল্ট না পাওয়ার প্রতিবাদে বুধবার স্কুল কর্তৃপক্ষের কাছে রেজাল্ট বিষয়ে জানতে চাইলে হেডমাস্টার নিখিল দত্ত সাফ জানিয়ে দেন যে রেজিস্ট্রেশন না হওয়ার জন্য রেজাল্ট পাওয়া সম্ভব নয় । রেজাল্ট না পাওয়ার প্রতিবাদে বিডিও অফিসে এসে ছাত্ররা পথ প্রদর্শন ও এস.আই অফিসে স্মারকলিপি জমা দিয়ে দাবি জানায় যে স্কুলের গাফিলতির কারণে রেজাল্ট পায়নি।

তাই ৪০ জন আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনের মাধ্যমিক পরীক্ষার্থীদের অবিলম্বে রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করা হোক. জানা যায় ঐ বিষয়ে সালানপুর এস. আই পাপিয়া মুখাজ্জী হাতে স্মারকলিপি তুলে দেন। তারা আশ্বাস দেন আমরা এই বিষয়ে তদন্ত করে দেখছি । ছাত্র এবং পরিবারের সদস্যরা জানান আগামী দিন রেজাল্ট হাতে না পেলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে ।