Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

বুনিয়াদপুরে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে বিশাল আকার স্থায়ী বাজার

BHARATTV.NEWS: দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে বিশাল আকার স্থায়ী বাজার। উল্লেখ্য করোনার কারণে গতবছর বুনিয়াদপুর হাটখোলা এলাকা থেকে পৌরসভার উদ্যোগে ফুটবল ময়দানের পার্শ্ববর্তী স্থানে সবজি বাজার স্থানান্তরিত করা হয়েছিল। স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় তৈরি হোক একটি স্থায়ী সবজি বাজার। বিধানসভা নির্বাচনের পূর্বে প্রচারে বেরিয়ে নির্বাচনে জয়ী হলে পৌর এলাকায় একটি স্থায়ী বাজার তৈরির আশ্বাস দিয়েছিলেন রাজ্যের বর্তমান কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। সেইমতো তার উদ্যোগেই সোমবার রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর, মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ, গঙ্গারামপুরের পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পৌরপতি অখিল চন্দ্র বর্মন সহ অন্যান্যরা বাজার তৈরীর জন্য জায়গা পরিদর্শন করলেন। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই বাজার তৈরির কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। এলাকায় বিশালাকারের উন্নত মানের বাজার তৈরি হবে তাই অত্যন্ত খুশি স্থানীয় মানুষজন। কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র ও রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

বাইট, অখিল চন্দ্র বর্মন, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান

প্রশান্ত মিত্র, গঙ্গারামপুরের পৌর প্রশাসক তথা মন্ত্রী বিপ্লব মিত্রর ভাই