Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

ফাইনালে সুরজিৎ11রুপনারায়নপুর বিজয়ী

WWW.BHARATTV.NEWS: রূপনারায়ণপুর। আজ রবিবার হিন্দুস্থান কেবলস্ কারখানা সংলগ্ন ফুটবল ময়দানে একটি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচের আয়োজন করা হয়। এইচ. সি.এল রুপনারায়নপুর ক্লাব এর ব‍্যবস্থাপনায় এই চুড়ান্ত পর্যায়ের শেষ খেলায় অংশগ্রহণ করে সুরজিত 11রুপনারায়নপুর Vs বীর 11মিঠানী।

সুরজিত11রুপনারায়নপুর , প্রথম ব‍্যাট করে নিদিষ্ট 10 ওভারে 122 রান 6 উইকেটের বিনিময়ে বানিয়ে নেয় অন্যদিকে বীর11 মিঠানী 8 ওভার 3 বলে 77 রানে অলআউট হয়ে যায়। সুরজিৎ11রুপনারায়নপুর ফাইনালে বিজয়ী হন। আজেকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনী বিধায়ক বিধান উপাধ‍্যায় এবং সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং। C.A.B আম্পায়ার ভবানী প্রসাদ মুখ‍্যাজ্জী উপস্থিত ছিলেন। ফাইনালে বিজযী টিমের অমিত পাল ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ এবংম‍্যান অফ দ‍্যা সিরিজ সনু খান বীর 11 দোল থেকে নির্বাচিত করা হয়। রিপোর্ট ওম & মনোতোষ