রাজ্যে এখনও অবধি ১০ কোটি ১১ লক্ষ মানব দিবসের সৃজন
BHARATTV.NEWS: ঝাড়খন্ড রাজ্যকেই মনে করা হয় দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানের রাজ্য সরকার আগামী অর্থ বর্ষ থেকে মনরেগার অন্তর্ভুক্তিতে ন্যূনতম পারিশ্রমিকের হার ২২৫ টাকা হিসাবে বৃদ্ধি করে প্রত্যেক মানব দিবসের সিদ্ধান্ত মন্ত্রী পরিষদের বৈঠকে নেয়।এখন থেকে মনরেগার অন্তর্ভুক্তির শ্রমিকেরা পারিশ্রমিক হিসেবে ১৭৪ টাকার স্থানে ২২৫ টাকা হিসাবে পাবে।ঝাড়খন্ডে মনরেগার মাধ্যমে কাজের নিদর্শন ভালো মনে করেই আগেই পূর্বের সমস্ত মানব দিবসের লক্ষ্য গুলিকে পূরণ হয়েছে।সরকার করোনা কালেই অসহায়ের জন্য মনরেগাকে রোজগারের একটি উত্তম মাধ্যম হিসাবে গণ্য করেছে। উল্লেখ্য মনরেগা আরম্ভের সময় থেকেই প্রথমবার ঝাড়খন্ডে আর কোটি মানব দিবস সৃজনের লক্ষ্যকে পুন: বিবেচনা করে ১১.৫০ কোটি মানব দিবসে পরিণত করা হয়েছে। আর সেই হিসাবে এখনও অবধি ১০ কোটি ১১ লক্ষ সৃষ্টি হয় মানব দিবসের।রাজ্য সরকার জন সঞ্চয় পরিকল্পনা রেখে নীলাম্বর – পীতাম্বর জল সমৃদ্ধি প্রকল্পের অন্তর্ভুক্ত এখনও অবধি ২ লক্ষ হেক্টর জমিতে জল সঞ্চয়ের কাজ সম্পূর্ণ করার পথে।অন্যদিকে বিরসা হরিত গ্রাম প্রকল্পের মাধ্যমে ২৬ হাজার একর জমিতে গাছ লাগানোর কাজ ফলপ্রসূ হয়েছে।














